এইমাত্র বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ প্রকাশ

Bangladesh army job circular 2021 has been published by the authority. There are many categories in the job circular that has been published. It’s a great opportunity to apply for this job. Because the Bangladesh army doing special duty for our country. Bangladesh Army can expertly handle any dangerous situation in our country.

 

Bangladesh army job circular


Bangladesh army job circular
Bangladesh army job circular 



নিয়ােগ বিজ্ঞপ্তি-অসামরিক ফরাসী দোভাষী

১। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়ােজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টের সাথে কাজ করার নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়বর্নিত শর্ত স্বাপেক্ষে ০১ (এক) বৎসর অথবা সর্বোচ্চ মিশন শেষ হওয়া পর্যন্ত প্রয়ােজনীয় সংখ্যক দোভাষী (ফরাসী ভাষা) নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের (পুরুষ ও মহিলা) নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে

ক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ভাষা ইনষ্টিটিউট হতে ফরাসী ভাষায় ন্যূনপক্ষে ডিপ্লোমা (A-2) কোর্স পাশসহ কমপক্ষে স্নাতক অথবা সমমানের যােগ্যতা সম্পন্ন হতে হবে। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে যদি কেউ (A-2) পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে, তবে ফল প্রকাশ না হলে ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরবর্তীতে ফলাফল প্রকাশের পর A-2 পরীক্ষায় কৃতকার্য সাপেক্ষে যােগ্য বিবেচিত হবেন। উল্লেখ্য, B-1 কোর্স সম্পন্ন ও উচ্চতর শিক্ষাগত যােগ্যতা সম্পন্ন ফরাসী ভাষায় পারদর্শী এবং দোভাষী হিসেবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

খ। ফরাসী হতে ইংরেজী, ইংরেজী হতে ফরাসী, বাংলা হতে ফরাসী ও ফরাসী হতে বাংলা ভাষায় বাক্য বিনিময় ও অনুবাদসহ ইংরেজী ও ফরাসী ভাষায় লেখা এবং অনর্গল কথা বলায় পারদর্শী হতে হবে। এছাড়া কম্পিউটার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।

গ। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩ অক্টোবর ২০২১ তারিখে আবেদনকারীর বয়সসীমা ২৪ হতে ৪৫ বৎসরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন অ্যাফিডেভিট গ্রহনযােগ্য নয়।

ঘ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়ােজিত বাংলাদেশী কন্টিনজেন্টের সাথে মাঠ পর্যায়ে কাজ করার জন্য শারীরিকভাবে যােগ্য ও সুঠাম দেহের অধিকারী এবং সম্মিলিত সামরিক হাসপাতাল হতে মিশনের প্রয়ােজনানুযায়ী নির্ধারিত ডাক্তারী পরীক্ষায় যােগ্য হতে হবে। যে সকল প্রার্থী ইতােপূর্বে ০৩ বছর মেয়াদকাল দোভাষী হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়ােজিত ছিলেন ও দোভাষী হিসেবে কর্মরত থাকাকালীন অনিচ্ছুক সনদপত্র প্রদান করেছেন তারা আবেদন করতে পারবেন না। প্রার্থীগণকে নির্বাচিত হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনে যােগ্য হতে হবে এবং যে কোন সময় মিশন এলাকায় মােতায়েন হতে বাধ্য থাকবেন। উল্লেখ্য, মিশন শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করার পর অস্থায়ী নিয়ােগ হতে অব্যাহতি দেয়া হবে এবং তারপর হতে আর কোন ভাতা ও সুযােগ সুবিধা প্রাপ্ত হবেন না।

ঙ। সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত ইত্যাদি প্রতিষ্ঠানে চাকুরীরত যােগ্য প্রার্থীদেরকে সকল শর্তাবলী অনুসরণ পূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে।

চ। বেতন ও সুবিধাদি। মিশনে নিয়ােজিত সেনাবাহিনীর ক্যাপ্টেন পদবীর ভাতার অনুরুপ যা সরকারী সিদ্ধান্ত অনুযায়ী প্রাপ্য হবে। বর্তমানে প্রাপ্য ভাতা প্রতিমাসে ২৫৩২ (দুই ফর পঁচশত বত্রিশ) মার্কিন ডলার যা ইউএন/বাংলাদেশসরকার কর্তৃক পরিবর্তন যােগ্য। খাদ্য, বাসস্থান, চিকিৎসা, যানবাহন ও সামরিক পােষাক বিনামূল্যে প্রাপ্য হবেন।

২। আগ্রহী প্রার্থীগন নিজ নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, মােবাইল নম্বর এবং সমস্ত শিক্ষাগত যােগ্যতার বিবরণ উল্লেখ পূর্বক দরখাস্তের সাথে সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট ছবি, জাতীয়তা সনদপত্র, সমস্ত শিক্ষাগত যােগ্যতার ও সকল অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ‘AHQ, 00 Dte Pte Fund' এর অনুকূলে ৫০০/- টাকার অফেরৎ যােগ্য ব্যাংক ড্রাফটসহ আগামী ১১ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে সেনাসদর, জিএস শাখা (ওভারসীজ অপারেশন পরিদপ্তর), ঢাকা সেনানিবাসে ডাকযােগে/স্বহস্তে প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ এবং ক্রটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং যে কোন দরখাস্ত বাতিল ও সংরক্ষণসহ অন্য যে কোন প্রসংগে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৩। আগ্রহী প্রার্থীগণকে আগামী ১২ অক্টোবর ২০২১ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকায় ডাক্তারী পরীক্ষায় অংশগ্রহনের জন্য সিএমএইচ, ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকতে হবে এবং ডাক্তারী পরীক্ষায় যােগ্য প্রার্থীগণ আগামী ১৩ অক্টোবর ২০২১ তারিখ সকাল ০৯০০ ঘটিকায় পুরাতন সেপকস (নীচ তলা), সিএসডি ফিলিং স্টেশন সংলগ্ন, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করবেন।

Bangladesh army job circular

Post a Comment

Previous Post Next Post